নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীতে হেলথ গাডের্ন নামক একটি বেসরকারী ক্লিনিক থেকে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা সহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত ওই ক্লিনিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা পরিচালনা করছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা প্রশাসন ও গোয়েন্দা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী এস.এম. রাসেল ইসলাম নূর ও দেবাসীষ বাসক।
তারা জানান, অভিযানে আসাদুজ্জামান হিরা ও অথৈ নামক দুই কমর্চারিকে ১৬৫০ পিস ইয়াবা, ১ লাখ ৩০ হাজার টাকা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ আটক করা হয়েছে। তারা দীঘর্দিন ধরেই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ক্লিনিকটির মালিকের নাম মো: এহসান।