লতিফ মোড়ল,ডুমুরিয়াঃশ্রমিকদের ন্যায্য মজুরী বৃদ্ধি, শ্রমিক সরদারদের কাছ থেকে লিখিত চুক্তিপত্র ছাড়া সাদা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে চুক্তি পত্র সম্পাদন করা, ইট ভাটায় কর্মরত শ্রমিকদের চিকিৎসা ও শিশু সন্তানদের শিক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবীতে ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্যেগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইউনিয়নের উপজেলা সদরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ গাজী মোস্তফা।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বর্তমানে ডুমুরিয়া উপজেলার বাইরের ইট ভাটাগুলো শ্রমিকদের ন্যায্য মূল্য দিচ্ছে,কিন্তু ডুমুরিয়া উপজেলার ইট ভাটা মালিক/শ্রমিক সরদাররা শ্রমিকদের ন্যায্য শ্রম মূল্য না দিয়ে অনেক কম মূল্য দিচ্ছে। এ ছাড়া শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা বিগত বছর হতে ইউনিয়ন নেতৃবৃন্দ ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দকে জানিয়ে আসছে। ভাটা মালিক নেতৃবৃন্দ চলতি বছর হতে শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ অন্যান সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। নেতৃবৃন্দ তাদের ন্যায্য শ্রমমূল্য পাওয়াসহ অন্যান সমস্যা সমাধানে মালিক পক্ষের কাছে দাবী জানান। অন্যথায় আগামী এক সপ্তাহ পর শ্রমিকদের কর্ম বিরতি সহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানান।
ইউনিয়ন নেতৃবৃন্দ মালিক পক্ষের উদ্দেশ্যে বলেন, সকল শ্রমিকরা যেন তাদের ন্যায্য পাওনা সময় মত পায় তার ব্যবস্থা করতে হবে। তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। কোন শ্রমিক যেন মালিকের অশ্লীল বা কুকর্মের শিকার না হয় সে দিকে নজর দিতে হবে। শ্রমিকের উপর অত্যাচার,নির্যাতন,নিপীড়ন বন্ধ করতে হবে। ভাটায় কর্মরত নারী শ্রমিকদের শিশু সন্তানদের শিক্ষা ও সুচিকিৎসার ব্যবস্হা করতে হবে। ভাটা মালিক- শ্রমিক সরদার ও সাধারণ শ্রমিকদের সাথে সকল চুক্তি পত্র ইউনিয়ন নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সম্পাদন করতে হবে। লিখিত চুক্তিপত্র ছাড়া সাদা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে কোন চুক্তি করা চলবে না। নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে,মালিক বাঁচলে দেশ,জাতি ও রাস্ট্র তথা বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের সর্বস্তরে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: সাদেক সরদার ও মো: আবুল শেখ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুলাহ শেখ, কোষাধ্যক্ষ মোঃ আলী মোল্যা শেখ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর শেখ,আমিনুর ইসলাম,ফজর আলী গাজী প্রমূখ ।