আব্দুল আউয়াল, ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার মাতা এবং তার সহধর্মিণী রুপা চৌধুরীর সুস্থতা কামনায় ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০ নভেম্বর সন্ধ্যায় ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব কার্যালয়ে ওই দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। শেখ হেলাল উদ্দিন এমপি করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাস থেকে তিনি সহ তার স্ত্রী ও পরিবারের সকলের রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত ওই দোয়ার অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, সদস্য সচিব জনাব কাজী বেলাল সাঈদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় আলেম-ওলামা,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মাওলানা জিয়াউর রহমান জাহিদ।