দিঘলিয়া প্রতিনিধিঃখুলনা জেলায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়া নিশ্চিত করতে দ্বীঘল দ্বীপ দিঘলিয়া উপজেলায় জেল-জরিমানা করা শুরু হয়েছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রামন মোকাবেলা করতে খুলনার দিঘলিয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১২ জনকে আটক করা হয় এরমধ্যে ৯ জনকে মোট ৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। বাকি ৩ জনকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন। অপরদিকে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম গতকাল উপজেলার প্রধান প্রধান জনবহুল এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় ফেজ মোকাবেলা করতে সকলকে মাক্স পরা বাধ্যতামুলক করেছেন। তিনি বলেন একজন দোকানী কাষ্টমারের মুখে মাক্স না থাকলে পন্য বিক্রয় করা যাবে না, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহক সেবা পেতে হলে অবশ্যই মাক্স ব্যাবহার করতে হবে। তিনি বলেছেন, “মানুষ একেবারেই সচেতন নয়। অনেক শিক্ষিত মানুষের মধ্যেও আমরা সচেতনতার অভাব দেখেছি। যে কারণে এ কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়েছে।