নিজস্ব প্রতিবেদকঃখুলনায় মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর নগরীর ডাক বাংলা, শিববাড়ি মোড়, নিউমার্কেট, ফুলবাড়ি গেট ও শিরোমনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে আটক করা হয়। এছাড়া ১৬ জন ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়ে ছাড়া পেয়েছেন।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং মোঃ তাহমিদুল ইসলাম। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।