শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃদিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে একজন পনেরো বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনার বরাত দিয়ে জানা যায় মানসিক প্রতিবন্ধী কিশোরী বর্ষা (১৫) পিতা কাকন মোড়ল নিজ বাড়ির সামনে বসে ছিল এই সময় একই এলাকার মৃত হুসাইন শেখ এর পুত্র মুসা শেখ(৫৫) মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় অতপর সুযোগ বুঝে প্রতিবন্ধী কিশোরীকে পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর আত্ম চিৎকার ও পাশে থাকা আরেক শিশু চিৎকার শুরু করলে লম্পট মুসা পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসীর সুত্রে জানা যায় লম্পট মুসা ইতিপূর্বে অনেক শিশুকে তার লালসার শিকার বানিয়েছেন।
এই রিপোর্ট লেখার সময় প্রতিবন্ধী কিশোরী বর্ষার মা-বাবা মামলা করার জন্য দিঘলিয়া থানায় অবস্থান করছেন।