ডুমুরিয়া( খুলনা ) প্রতিনিধিঃ১৯৭০ সালের ১২ নভেম্বর এদেশে আঘাত হানে প্রলঙ্করী ঘুর্নিঝড়। সেদিনে প্রাণ হারান প্রায় ৫ লাখ লোক। বিভিন্ন স্থাপনা ও গাছ-পালার ক্ষতি হয় প্রচুর সংখ্যক। সেদিনটিকে স্মরণীয় করে রাখতে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান হয়।
খুলনার উপকূল সাংবাদিক ফাউন্ডেশন এ উপলক্ষে বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনলাইন মতবিনিময় সভার আয়োজন করে।
সুন্দরবন উপকূলীয় খুলনা জেলা , কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার সাংবাদিকেরা অনলাইন মতবিনিময় সভায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। ওই সভায় সংগঠণের সদর দপ্তর ডুমুরিয়াতে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
সকলের মতামতের ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। পরে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ডা: সঞ্জিব দাশ। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হেদায়েতুল্লাহ, আ: লতিফ মোড়ল, সুমন্ত চক্রবর্তি, জিএম ফিরোজ প্রমূখ।