সোনালী ডেক্সঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রাজশাহীর সেই পত্রিকা বিক্রেতা নারী দিল আফরোজ খুকির দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসন দিল আফরোজ খুকীর দায়িত্ব গ্রহণ করেছে। রাজশাহী শহরে খুকীই একমাত্র মহিলা, যিনি দীর্ঘদিন ধরে সংবাদপত্র বিক্রি করে সমাজে অসামান্য অবদান রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন। তিনি ক্ষুদ্র আয় করেও দারিদ্র বিমোচনে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা দেখে মমতাময়ী প্রধানমন্ত্রী আলোকিত মানুষ হিসাবে তার দায়িত্বভার গ্রহন করেছেন।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন- আমি আজ তার বাড়িতে গিয়েছিলাম। বাড়িটি মেরামত ও সংস্কারের পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুকীর দায়-দায়িত্ব নেয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন, যাতে সে আগামী দিনগুলোতে সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারে।
আবদুল জলিল বলেন, জেলা প্রশাসন ইতোমধ্যে বাড়িটি পরিস্কার-পরিচ্ছন্ন করতে শ্রমিক নিয়োগ করেছে। তিনি আরো বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও নতুন কাপড়সহ তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন।
দিল আফরোজ খুকী রাজশাহী শহরের সেরোইল এলাকায় বসবাস করেন। তিনি তার বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে পত্রিকা ক্রয় করেন এবং শহরের রাস্তায় হেঁটে হেঁটে তা বিক্রি করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন।
উল্লেখ্য ১৯৮০’র দশকে তিনি টাঙ্গাইলের ভারতেস্বরী হোমস স্কুলে ছিলেন এবং তখন বিয়ে করেন। পরে অল্প বয়সে তিনি বিধবা হয়ে যান। স্বামীর মৃত্যুর পর খুকী আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন। খুকি ১৯৯১ সালে রাজশাহীর সাপ্তাহিক দুনিয়া বিক্রির মাধ্যমে সংবাদপত্র হকারের কাজ শুরু করেন।