লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ফ্রান্সে মহানবী (স:)এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে দক্ষিণ ডুমুরিয়া ইমাম ও উলামা পরিষদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী হাইস্কুল ময়দানে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতী মাসউদুর রহমান। হাফেজ মো: ওয়াহিদুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেনমুফতী মো: ফয়জুল করীম,হাফেজ মো: ওয়াহিদুজ্জামান, মাও: ইব্রাহীম খলিল, হাফেজ জাহাঙ্গীর হোসাইন, মুফতী ডা: ফারিক হোসেন, মাও: ইলিয়াস হোসাইন, মাও: গোলাম রহমান, হেমায়েত রশিদ খান, জিয়াউল হক মিঠু, মাও: আবু বকর, মাও: মনির হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে বিশাল মিছিল বানিয়াখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উলামা মোড়ে এসে শেষ হয়।