নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার রূপসা উপজেলার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থায়ী স্থাপনা ভাংচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ অভিযোগে পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহামানকে আটক করেও অজ্ঞাত কারনে মধ্যরাতে ছেড়ে দিয়েছে।
ইলাইপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পাকা স্থাপনা ভাংচুর ও বাড়ির কেয়ারটেকারকে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন আপান শেখের স্ত্রী মুন্নি বেগম। মামলা নং-৪ তারিখ ১২/১১/২০২০।
বাদীর এজাহার নামীয় বিবরণে জানা যায়- গত ৪ নভেম্বর সকাল ৬ টায় ইলাইপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে একই গ্রামের মৃত লুৎফর রহামানের পুত্র মতিয়ার রহামান, শকুন আলীর পুত্র ইউনুস আলী ও নুর বক্কারের পুত্র টুটুল বে আইনী অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে স্থায়ী স্থাপনা ভাংচুর করে। এ সময় মামলার বাদী মুন্নি বেগম ভাঙার কারন জানতে চায়লে অভিযুক্তরা তাকে অশালীন ভাষায় গালমন্দ করে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে টানতে টানতে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় তার গলা থেকে ৮ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে অভিযুক্তরা পূর্বেও একাধিকবার আক্রমন করে এবং বিভিন্ন সময় জীবনে ভয় ভীতি প্রদর্শন করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মতিয়ার রহামানকে আটক করে অজ্ঞাত কারনে ছেড়ে দেয়।