লতিফ মোড়লঃ ঢাকা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে একটি গাড়ি প্রদান করা হয়েছে।
শনিবার ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার (বিপিএম,পিপিএম) আনুষ্ঠানিক ভাবে গাড়ির চাবির মডেল হস্তান্তর করেন। এর আগে সকালে মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার কর্মশালার সভাপতি হিসেবে পুলিশে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন ব্যাপী তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে প্রশিক্ষকদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, পিপিএম (অপরাধ উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম মিয়া (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদ হোসেন (ডিএসবি), সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিজা রহমান (এমটি)সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।