লতিফ মোড়ল,ডুমুরিয়াঃখুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া কলেজের সামনে রোববার সকালে মোটরসাইকেল ও মিনি ট্রাক সংঘর্ষে মতিন গাজী(৫৮) নামে এক মাংস ব্যবসায়ী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শী ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর থেকে একটি মোটরসাইকেল খুলনায় আসছিলো। অপর দিকে খুলনা থেকে একটি মিনি ট্রাক চুকনগর অভিমুখে যাচ্ছিল। ট্রাক ও মোটরসাইকেল ডুমুরিয়া কলেজের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক মোমিন গাজী গুরুতর জখম হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মোমিন গাজীকে মৃত ঘোষণা করেন