শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া থেকেঃ আজ ১৭ নভেম্বর বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব বি,এ, হামিদ এর ৮২তম জন্ম দিন। তিনি ১৯৩৯ সালের ১৭ই নভেম্বর পানিগাতী গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম মৌলভী হাছেন আলী বিশ্বাস এবং মাতা মরহুমা ফাতেমা খাতুন।
শিক্ষা জীবনে সুরেন মুস্তাফীর পাঠশালা, হাজীগ্রাম প্রাথমিক বিদ্যালয়, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর বি এল কলেজ খুলনা, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ব বিদ্যালয় (অর্থনীতি), করাচি বিশ্ব বিদ্যালয় (ব্যবসা প্রশাসন ইনষ্টিটিউট), পাকিস্তান এবং জার্মান সরকারের বৃত্তিতে জার্মান ভাষায় অর্থনীতি ও ব্যাংকিং।
কর্মজীবনে বি এ হামিদ ১৯৬৩ ইং সালে পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংক করাচী ও বাংলাদেশ শিল্প ব্যাংক ঢাকায় কর্ম জীবন শুরু করেন। ১৯৮৫ সালের অক্টোবর মাসে স্বেচ্ছায় পেনশন সহ অবসর গ্রহন। চাকুরী জীবনে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের বৃহৎ ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের ঋন ও পরামর্শ দিয়ে শিল্প নির্মানে সহযোগিতা করেন ও মহিলাদের কর্মসংস্থানের বিশেষ সহায়তা দেন। বাংলাদেশে বিশ্ব ব্যাংক ভবন নির্মানে বি এ হামিদ সার্বিক প্রধান ছিলেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করেন ও বাংলাদেশ ইনস্টিটিউ অব ব্যাংক ম্যানেজমেন্টে নিয়মিত প্রশিক্ষণ দেন। সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বস্ত্র শিল্পের উদ্যোক্তা হিসেবে ২টি শিল্প নির্মান ও পরিচালনা করেন। ১৯৮৯ সালের শেষের দিকে অসুস্থতার কারণে পেশা পরিবর্তন করে বিশেষজ্ঞ হিসেবে এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, ইউ এন ডি পি, জার্মান উন্নয়ন সংস্থার অর্থায়নে বিভিন্ন পরামর্শক সংস্থার প্রধান হিসেবে প্রকল্প পরিচালনা করেন। তার সংস্থার পরামর্শে জার্মান সরকার বাংলাদেশে প্রথম মহিলাদের উন্নয়নে সহযোগিতা শুরু করেন। ২০০৯ সালে কর্ম জীবন থেকে অবসর গ্রহন করেন। কর্মজীবনে শিক্ষা গ্রহনের জন্য অনেক দেশে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহন করেন। পৃথিবীর সকল মহাদেশে বি এ হামিদ বিভিন্ন কাজে ভ্রমন করেন। নিজ স্ত্রী সহ ২০০২ সালে হজ্বব্রত পালন করেন।
কর্মজীবনে থেকে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকেছেন যেমন- রোটারী ক্লাব, বাংলাদেশ জার্মান সমিতি, প্রতিবন্ধি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এ্যালমুনি ইত্যাদি। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন যেমন-
১) ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় (সাধারণ ও কারিগারি শাখা)
২) হাছেনিয়া দাখিল মাদ্রাসা
৩) শিরিনা হামিদ ইনস্টিটিউট অব নার্সিং
৪) প্রফেসর শিরিনা হামিদ ক্যাডেট মাদ্রাসা
৫) বি,এ, হামিদ ট্রাষ্ট লাইব্রেরী
৬) বি,এ, হামিদ হীরক জয়ন্তী মিলনায়তন ও বিজ্ঞানাগার
৭) বায়তুল হামিদ জামে মসজিদ
৮) পানিগাতী কমিউনিটি ক্লিনিক
৯) ১৯৯৬ সালে বি,এ হামিদ ট্রাস্ট একটি সংস্থা হিসাবে নিবন্ধিত হয়। ২০১৪ সালে সামাজিক বনায়ন ও পরিবেশ উন্নয়নের জন্য রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। বি এ হামিদ চলতি বছর ২০২০ সালের ০১ জুলাই পরলোক গমন করেন।