এই খবরে দিঘলিয়া উপজেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তোরজোর। প্রতি ইউনিয়নে সরকারি দল আওয়ামিলীগের রয়েছে একাধিক প্রার্থী। সম্ভাব্য প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ইউনিয়নের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে। চায়ের স্টল, বাজার ঘাটে বর্তমানে একটি আলোচনা প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে তাহলো সরকারি দলের নৌকা প্রতীক পাচ্ছে কে? বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে সবগুলোতে নৌকা প্রতীক বিজয়ী হয়, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয় মোঃ ফিরোজ হোসেন মোল্লা, বারাকপুর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয় গাজী জাকির হোসেন, সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয় গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয় কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, যোগীপোল ইউনিয়ন পরিষদ থেকে শেখ আনিসুর রহমান ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয় মোড়ল জিবলু।
বিগত চার বছরের অধিক সময়ে সরকারি দলের সুবিধা নিয়ে দিঘলিয়া উপজেলাধীন সকল ইউপি চেয়ারম্যান নিজ নিজ এলাকায় উন্নয়নে হাত লাগিয়েছেন আবার সরকারি দলের চেয়ারম্যানদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ সহ ইউপি সদস্যদের অনাস্থা।
দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সহ প্রায় তিন ডজন প্রার্থী আওয়ামিলীগের নৌকা প্রতীক পেতে শুরু করেছেন লবিং। উপজেলা আওয়ামিলীগের সর্বোচ্চ পর্যায়েও লক্ষ্য করা গেছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনি আমেজ।
অপরদিকে রাজনীতির ময়দান থেকে দুরে থাকা বিএনপির দুই-একজন প্রার্থী ছাড়া তেমন কারোর নাম শোনা যাচ্ছে না আসন্ন দিঘলিয়া উপজেলাধীন ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে।