লতিফ মোড়ল,ডুমুরিয়াঃখুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত এবং গুরুতর আহত হয়েছেন সুপারভাইজারসহ তিনজন। বুধবার ভোর সাড়ে ৪টায় চুকনগর-যশোর সড়কের নরনিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঢাকা-পাইকগাছা রুটের ঠিকানা পরিবহন যার নং-ঢাকা মেট্রো ব ১৩-১৫৭০ যাত্রীসহ পাইকগাছা অভিমুখে ফিরছিল। পথিমধ্যে নরনিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি রাস্তার পাশে থাকা আমগাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পরিবহনের হেলপার রুবেল হোসেন (৩২) ঘটনাস্থলে মারা যান। আর গুরুতর আহত হয়েছেন সুপার ভাইজার মনিরামপুরের মনিরুল ইসলাম রাসেল (৩০), যাত্রী আশাশুনির হান্নান গাজী (২০) ও পাইকগাছার তানভীর হোসেন (৪০)। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা তানভীর হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে খুমেক হাসপাতালে প্রেরণ করেন।