লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনা জেলা প্রশাসনের উদ্যেগে প্রাথমিক স্তরে গরীব শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনের সুবিধার্থে বিনামূল্যে মোবাইল ফোন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক দপ্তরে আয়োজিত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ডা. সঞ্জিব দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল,শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম,মফিজুর রহমান,রবিউল ইসলাম লাবু,গাজী আব্দুস ছালামসহ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সুবিধাভোগী শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।
প্রসঙ্গত জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থী-অভিভাবকরা তাদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করায় অনেক শিক্ষার্থীর পরিবারে মোবাইল ফোন না থাকায় টাকা উত্তোলনে বেগ পাচ্ছিল।
বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যেগে শিক্ষার্থী পরিবারে বিনামূল্যে মোবাইল ফোন দেয়ার উদ্যেগের অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের গরীব শিক্ষার্থী নির্বাচন করে ৭০ জনকে মোবাইল ফোন বিতরণ করা হয়।