নিজস্ব প্রতিবেদকঃকরোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরলেন বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ।
২০ নভেম্বর শুক্রবার সন্ধা ৭টায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ জাকির হোসেন তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন৷ জানা যায়, চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ গত ১৫ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সে সময় তাকে দেখতে সদর হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামীলীগীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিনটু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।এছাড়াও সদর উপজেলা নলডাঙ্গা ইউনিয়ের চেয়ারম্যান কবির হোসেন, এ্যাডঃ আব্দুল খালেক সাগর, মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন। বর্তমানে তিনি করোনা মুক্ত এবং পুরোপুরি সুস্থ আছেন।
তার সুস্থতায় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ ও ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন তাকে ফুলেল শুভেচ্ছা জানান ।