নিজস্ব প্রতিবেদকঃ খুলনার তেরখাদায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কালাম খান (৫৭) নামে একজন নিহত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাচিয়াদহ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম গোপালগঞ্জের পাইকের ডাঙ্গা এলাকার মৃত আলেস খাঁনের ছেলে। নিহত আবুল কালাম একটি এনজিওতে চাকরি করতেন।
তেরখাদা থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক চালক ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।