শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোডাউন সংলগ্ন জামান জুট মিলে রবিবার সকাল ১১ঃ৪০ মিনিটে হার্ড ওয়েষ্ট মেশিন থেকে আগুনের সুত্রপাত হয়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জামান জুট মিলের ডিজিএম ( প্রশাসন) রিপন মোল্লা জানান হার্ড ওয়েষ্ট মেশিন থেকে আগুন লাগে তারপর পর্যায়ক্রমে একটি ব্রেকার, দুইটি ফিনিসার ও একটি ডাস্ট চেকার মেশিন সম্পুর্ন ভস্মীভূত হয়। এছাড়া ১০০০ টি ব্রেকার রোল, ১০০০ টি ফিনিসার রোল এবং দুই হাজার মন প্রসেসিং পাট সম্পুর্ন পুড়ে যায়। ডিজিএম এর তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দুই কোটি টাকা।