রূপসা প্রতিনিধিঃপৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভে এ্যাবোসন করে ৫/৬ মাসের এক শিশুকে হত্যা করা হয়েছে। সোমবার ২৩ নভেম্বর সকালে রূপসা ঘাটের সন্নিকট থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য শিশুটির মা সালমা, পুস্প ওরফে লিপি বেগমকে আটক করেছে র্যাব।
পুলিশ জানায়, কামরুল ব্যাপারী নামে এক মাঝী ঘাটের অদুরে সাইন বোর্ডের নিচে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, নৌ থানা পুলিশের ওসি মো. নাসির উদ্দীনসহ পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে দুপুরে র্যাব-৬ রূপসায় অভিযান চালিয়ে শিশুটির মা রূপসা বাজারের পানি সরবরাহকারী কুলসুমের মেয়ে সালমা (২২) ও হোটেল ব্যবসায়ী পুস্পকে (৪৫) জিজ্ঞাসাবদের জন্য আটক করেছে। রূপসা থানার ওসি মোল্লা জাকির হেসেন জানান, গর্ভে থাকা অবস্থায় ৫/৬ মাসের এই শিশুকে ঔষধ প্রয়োগ করে মেরে এখানে নদীর তীরে ফেলে রাখা হয়েছে। বাচ্চাটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।