শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম ও দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী যোগদান করার পর থেকে অপরাধ দমনে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম যার নেতৃত্ব দিচ্ছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন। মাদক, জুয়া সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাল কাজকে বিতর্কিত করতে একটি চক্র উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। ঘটনার সুত্রে জানা যায় দিঘলিয়া উপজেলার গাজির হাঁট ইউনিয়ন এলাকায় একটি খাবারের হোটেলে কিছু লোক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলমের নামে ত্রিশ হাজার টাকা দাবি করে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন কয়েকজন লোক ইউএনও স্যারের ভয় দেখিয়ে ত্রিশ হাজার টাকা দাবি করলে অসহায় খাবারের হোটেলের মালিক তিন হাজার টাকা দিয়ে দেন।