রূপসা প্রতিনিধিঃখুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী, এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম, কন্যা ব্যারিস্টার শেহেরীন সালাম ঐশি ও জামাতা ব্যারিস্টার তাহসিন আহমেদ এর রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা গত বৃহ:ষ্পতিবার বিকালে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নৈহাটি ইউনিয়ন যুবলীগ আয়োজিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক।
নৈহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা খান মারুফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, আশিষ কুমার রায়, নোমান ওসমান রিচি, রেশমা বেগম, ফরিদ শেখ, জিয়া উদ্দিন, তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, মহিউদ্দিন মানিক, জাহিদুর রহমান, রহিম গাজী, শরিফুল ইসলাম, আব্দুল্লাহ শেখ, গিয়াস শেখ, রহিম মিনা, ইমরান শেখ, তুষার দাস, আকবার হাওলাদার, আলীম শেখ, এতহেশামুল হক অপু, মনিরুজ্জামান, বাপ্পারাজ, সজীব, শরীফ শেখ, আরিফুর রহমান, রুবেল, সোহেল, রাজ্জাক, জালাল, রুম্মান প্রমুখ।