ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধিঃখুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামের ঋষি সম্প্রদায়ের জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে তাদের মাঝে বাঁশ- বেতের পন্য তৈরির উপকরণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বরুনা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপকলর হিসেবে বাঁশ ও বেত বিতরণ করা হয়।
বরুনা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মেহেদী মাসুদের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার দীন মোহাম্মদ খোকা। বিশেষ অতিথি ছিলেন ধামালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজোয়ান হোসেন মোল্লা, বরুনা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক জি এম আব্দুল কুদ্দুস।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ৪৩ টি ঋষি পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।