দিঘলিয়া থেকে শেখ রবিউল ইসলাম রাজিবঃ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার খেয়াঘাটের সরকারী জায়গা দখল করে ঘাট ইজারাদার কর্তৃক অবৈধভাবে ঘর নির্মাণ করায় উপজেলা প্রসাশনের নিকট অভিযোগ পত্র দাখিল করেছেন বাজার ব্যাবসায়ি কল্যান সমিতির সদস্য আজাদ মোড়ল নামে একজন ব্যাক্তি।
অভিযোগ সুত্রে জানা যায় বারাকপুর বাজার খেয়াঘাট বা (সন্নাসীর খেয়াঘাট) একটি ব্যস্ততম খেয়াঘাট। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ সহ অসংখ্য বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যানগাড়ি সহ প্রচুর পরিমানে মাছ পারাপার ও কাচা মালামাল পারাপার করা হয়। বারাকপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজাদ মোড়ল দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী অভিযোগে উল্লেখ করেন ঘাটের প্বার্শবর্তী যাত্রী ছাউনির পূর্বপাশে সরকারী খালি জায়গায় ঘাট ইজারাদার মোঃ ইয়াজুল শেখ, পিতা রহমান শেখ দখল করে পাকা ইমারাত তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। উক্ত ইমারত তৈরি ও দখলের বিষয়টি জানতে চাইলে ঘাট ইজারাদার বলেন, “এই ঘাটের টোল আদায় করার জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন পারাপারকৃত মালামাল বেশি হলে নিরাপদে রাখার জন্য যাত্রী ছাউনির পূর্বপাশে খালি জায়গায় ঘর নির্মাণ করছি।”
জানা যায় বারাকপুর বাজার এলাকার খেয়াঘাট সংলগ্ন এই খাস জমি গাজী নাসির উদ্দীন এর দখলে ছিল যা লাখোহাটির বারিক খা এর নিকট থেকে চার হাজার টাকার বিনিময়ে ক্রয় করেন। এই বিষয়ে গাজী নাসির উদ্দীনের সাথে কথা বলে জানা যায় ইয়াজুল জোরপূর্বক অবৈধভাবে তার দখলকৃত খাস জমিতে পাকা স্থাপনা নির্মান করছে।