নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলার রূপসা উপজেলায় প্রতিবেশীর সাথে ঝগড়াকে কেন্দ্র করে কুয়েত প্রবাসীর বাড়িতে র্যাব পরিচয়ে মারধোর হুমকি ধামকি ও অশালীন বাক্য বিনিময় করায় র্যাবের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি ২৬ নভেম্বর সকাল ১১ টায় ঘটেছে উপজেলার নৈহাটি গ্রামের কুয়েত প্রবাসী মোশাররফ হোসেনের বাড়িতে।
জানা যায় কুয়েত প্রবাসী মোশারফ হোসেনের বাড়িতে সাদা পোশাকধারী লোকজন ঢুকে র্যাব পরিচয় দিয়ে অশালীন কথাবার্তা বলে হুমকি-ধামকি দিচ্ছিলো তখন এলাকার মানুষের সন্দেহ হয়। এসময় স্থানীয় মহিলাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের কিছু লোক এসে জড়ো হয়। যারা আসে তাদের কেও মারধোর করা হয়।
উল্লেখ্য এই বাড়ির দুই জন কুয়েতে থাকায় একরকম পুরুষ শুন্যই বলা যায়। একটামাত্র ছেলে আছে ক্লাস নাইনে পড়ে। ওকেও মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ঘটনার একদিন আগে প্রতিবেশী ফারুকের সাথে সামাজিক কলহ সৃষ্টি হয় তারই জের ধরে র্যাব পরিচয়ে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী গৃহিণী হামিদা জানায়।
তিনি আরো জানান নৈহাটি গ্রামের ফারুক ও তার জামাই জামির তাদের বাড়ি উক্ত ব্যক্তিদের দেখিয়ে দেবার পর র্যাব পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে এধরণের হুমকি-ধামকি প্রদর্শন করায় এলাকায় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি র্যাব-৬ এর পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি গোচর হওয়া প্রয়োজন।