নিজস্ব প্রতিবেদকঃখুলনায় মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে ২৯ জনকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) নগরীর ডাক বাংলা এবং নিরালা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরায় তাদেরকে মোট ১৯ হাজার ৬৭০ টাকা জরিমানা ও ৭ জনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং তাহমিদুল ইসলাম।
এছাড়া উপজেলা গুলোতে নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি) নিজ নিজ অধিক্ষেত্রে অভিযান পরিচালনা করেন।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।