রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের এক যুবক নানা বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, উক্ত গ্রামের বাদল শেখের পুত্র মাহমুদ হাসান (২০) গত কয়েকদিন পূর্বে একই গ্রামে তার নানা আলম শেখের বাড়ীতে বেড়াতে আসে। গত ২৯ নভেম্বর রাতে সে নানাবাড়ির ঘরের মধ্যে ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল ৩০ নভেম্বর সকালে নানাবাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মৃত মাহমুদ হাসান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল বলে পারিবারিক সূত্র দাবী করছে। তবে মৃত্যুর সঠিক রহস্য ময়না তদন্ত রিপোর্ট এলে উদঘটন হবে বলে পুলিশ জানায়।