ডুমুরিয়া থেকে লতিফ মোড়লঃখুলনার ডুমুরিয়ায় স্মার্ট কার্ড বিতরণের সময় সূচী ঘোষণা। লতিফ মোড়ল,ডুমুরিয়া; খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ২০১৯ সালের নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের তারিখ,স্থান ঘোষণা করা হয়েছে।
গত রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি সূত্র জানা গেছে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ২০১৯ সালে নতুন ভোটার তালিকা ভূক্তরা আগামি ৭ই ডিসেম্বর হতে ১০ জানুয়ারী পর্যন্ত ১৪ টি ইউনিয়নে নির্ধারিত তারিখ ও স্থান হতে স্ব স্ব ইউনিয়নের নতুন ভোটাররা তাদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন। ভোটার স্লিপ সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে তথা মাস্ক ব্যবহার করে ভোটারদের স্ব শরীরে হাজির হয়ে কার্ড সংগ্রহ করতে হবে।
১৪টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও সময় সূচি সংযুক্ত করা গেল।