নিজস্ব প্রতিবেদকঃডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারী নির্যাতনকারী যে-ই হোক সে সমাজকে পিছিয়ে দিচ্ছে। সে সমাজের বন্ধু নয়, শত্রু। নারী নির্যাতকদের প্রতিহত করতে সচেতন সবাইকে ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রূপান্তর-এরআয়োজনেআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউকেএইড-এর সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহায়তায় অনুষ্ঠিত এ সভায়ডুমুরিয়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এরসদস্যবৃন্দসহ এ সভায় অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্লাটফর্মের আহবায়ক ডুমুরিয়াকলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর, প্লাটফর্মের যুগ্ম-আহŸায়ক মোঃ আইয়ুব হোসেন, কবিতা রাণী বিশ্বাস, সদস্য সচিব নারীনেত্রী বিভা বিশ্বাস প্রমূখ।
বক্তৃতাকালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বলেন, তার ইউনিয়নে নারী নির্যাতনের কোন নালিশ পরিষদে এলে তার সুষ্ঠু বিচার হবে। দলমত নির্বিশেষে নির্যাতিতা নারী উপযুক্ত বিচার পাবেন।
আলোচনা সভা শেষে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের জরুরী হটলাইন-এর তথ্য সম্বলিত দু’টি প্রচার বোর্ড স্থাপন করা হয়ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ এবং ডুমুরিয়াবাজারের গুরুত্বপূর্ণ স্থানে।