নিজস্ব প্রতিবেদকঃলতিফ মোড়ল,ডুমুরিয়া; খুলনার ডুমুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডুমুরিয়া হাসপাতাল মোড়ের যুব ঐক্য পরিষদের উদ্যেগে ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত দড়াটানা প্রতিযোগীতায় প্রতিটি দলে ৯ জন প্রতিযোগী হিসেবে বিভিন্ন এলাকার ৮টি দল অংশ গ্রহন করে। এতে খলশি এলাকার শেখ কবিরের দল চ্যাম্পিয়ন এবং খর্ণিয়া এলাকার চঞ্চল-ফারুকের দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
দড়াটানা প্রতিযোগীতা পরিচালনায় ছিলেন সরোয়ার হোসেন খান বাবু। সহযোগিতায় ছিলেন আসাদুল জোয়ারদার ও নারায়ন বিশ্বাস। ধারা বর্ণনায় ছিলেন আরিফ খান। প্রতিযোগীতার শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম খান(আন্টু)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব
মোঃ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা আলহাজ্ব হাফিজুর রহমান খান,ইউপি সদস্য আসলাম আলী খান, ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার,অধ্যাপক আমিনুল ইসলাম খান, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, খান আনিচুর রহমান প্রমূখ।শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে সাড়ে ১০ হাজার এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকা মূল্য মানের খাসী ছাগল পুরস্কার হিসেবে হাতে তুলে দেন।