রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃপ্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান, তার সহধর্মিণী রওশন রহমান ইভা এবং তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত। উপদেষ্টা ও তার সহধর্মিণী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাদের সুস্থতার জন্য গাজিপুর জেলার শ্রীপুর প্রহলাদপুর দমদমা এতিমখানায় বৃহস্পতিবার ৩ ডিসেম্বর আসরবাদ কোরঅান তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এতিমদের মাঝে খাদ্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সাবেক সদস্য মোঃ আকরাম হোসেন এর ব্যবস্থাপনায় উক্ত এতিমখানায় ১৫০ জন ছাত্রের মধ্যে শীতবস্ত্র এবং খাদ্য বিতরন করা হয়।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি এক ইমেল বার্তায় এ প্রতিবেদকে উক্ত তথ্য জানান।