আ: লতিফ মোড়ল,ডুমুরিয়া(খুলনা)ঃ খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার শাহাপুর প্রতিনিধি সাংবাদিক ফিরোজ খান চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (০৫ ডিসেম্বর) ভোর রাত ৩ টার দিকে চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
সাংবাদিক ফিরোজ খান কয়েক বছর যাবৎ ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছু দিন আগে তার পায়ের ফোঁড়া অস্ত্রোপচার জনিত কারণে পঁচন রোগ শুরু হলে গত সপ্তাহ খানেক আগে তাকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। সেখানে অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথিমধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা নামক স্হানে শনিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার বাদ আসর ডুমুরিয়া উপজেলার শাহাপুরে মরহুমের গ্রামের বাড়ির শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এ দিকে সাংবাদিক ফিরোজ খানের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি ও উপদেষ্টা মন্ডলির সদস্য ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জি, সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, কোষাধ্যক্ষ শেখ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,দপ্তর সম্পাদক জি,এম ফিরোজ, নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ নুরুল ইসলাম খান, বখতিয়ার উদ্দীন রোমেল ও আসাদুজ্জামান রিপন। অপর দিকে অনুরুপ বিবৃতি দিয়েছেন
‘উপকূল সাংবাদিক ফাউন্ডেশন’র পক্ষে শেখ হেদায়েতুল্লাহ, সুমন্ত চক্ররর্তী,মোঃ হুমায়ুন কবীর, রিয়াসাত আলী, শেখ মনিরুজ্জামান মনু, মো: আব্দুল আজিজ, আজগর হোসেন সাব্বির, জাহিদুর রহমান সোহাগ, আব্দুর রাজ্জাক শেখ, আব্দুল লতিফ মোড়ল, আনোয়ার হোসেন আকুঞ্জী, জি. এম. ফিরোজ, লাইমুন নাহার সীমু, মারিয়া আফরিন পায়েলসহ আরো অনেকে।