নিজস্ব প্রতিবেদকঃ খুলনার দাকোপে চালনা পৌরসভা এসডিজি ফোরাম গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর সকালে রূপান্তরের আয়োজনে প্রকল্প সমন্বয়কারী এস এম মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরাম গঠন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস।
প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন পৌর আওয়মীলীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, প্যানেল মেয়র সুদিন্দ্র বিশ্বাস মাখন ও এস এম আব্দুল গফুর,কাউন্সিলর অশিত কুমার সাহা, সাংবাদিক এস এম মামুনুর রশিদ,সামাজিক নেতা সাগর সেন,কাউন্সিলর দেবাশীষ ঢালী,নারীনেত্রী ডলি আক্তার,পৌর সচিব সিরাজুল ইসলাম, নারীনেত্রী সুদীপ্তা মল্লিক,ব্যাবসায়ী প্রতিনিধি গৌতম কুমার সাহা,নারীনেত্রী বিউটি সাহা,শিক্ষক দিপালী খাতুন,প্রভাষক লিপিকা বৈরাগী, কাউন্সিলর কাজী আইযুব আলী।
সভায় সর্বসম্মতিক্রমে এস এম মামুনুর রশিদ কে আহবায়ক ও সাগর সেন কে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।