এস আর ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃনিজের খেয়ে যারা বনের মোষ তাড়ায় তারা হলো স্বেচ্ছাসেবী। ৫ই নভেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস ২০২০ উপলক্ষে দিঘলিয়ায় সামাজিক সংগঠন আলোর মিছিল এর উদ্যেগে উন্মুক্ত খোলা মাঠে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়।
শেখ রবিউল ইসলাম রাজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিউদ্দিন পারভেজ, হাসিবুর রহমান, রফিকুল ইসলাম সরাফত, মফিজুল মিনা, আবির রাসেল খামারি, খান রাকিবুল ইসলাম, রাজিবুল রেজোয়ান, সজল কুমার বিশ্বাস, সাদিয়া সিদ্দিকা পাপড়ি, নাজমিন আক্তার, টিটো খামারি, তাওফিক, মৌমি প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা এবং প্রতিদিন স্বেচ্ছায় একটি ভাল কাজ করার অভ্যাস করতে শপথ পাঠ করা হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল ২০১৫ সাল থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নদী ও খালের অবৈধ দখল ও দুষন রোধ, প্রাকৃতিক মাছ সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, রাসায়নিক মুক্ত কৃষি ব্যাবস্থার দাবিতে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবীর সমন্ময়ে দিঘলিয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।
🇧🇩আলোর মিছিলের সাথে থাকুন,দেশকে ভালোবাসুন🇧🇩
সামাজিক সংগঠনগুলোর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।