নিজস্ব প্রতিবেদকঃহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে খুলনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারা বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে ১৯৭১ সালের পরাজিত রাজাকার, আলবদর এবং ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল সেই সব মৌলবাদ, জঙ্গীবাদ ও উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠি বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে অশুভ পায়তারা চালাচ্ছে, যারই ফলশ্রুতিতে জাতির জনকের ভাষ্কার্য ভাংচুর করেছে। কিন্তু তাদের এই অশুভ লক্ষ্য সফল হবে না।
নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তাদের রাজাদের এবং বিভিন্ন মনিষীদের ভাষ্কার্য রয়েছে এমন কি মুসলিমে বিশ্বের তীর্থভূমি আরবে ও তাদের রাজাদের ভাষ্কার্য ও তাদের টাকায় ছবি রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, যে কোন মূল্যে বঙ্গবন্ধুর আদর্শ কে বাংলাদেশে প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে থেকে এসব মৌলবাদ, জঙ্গীবাদ ও উগ্রসাম্প্রদায়িকতার দাঁত ভাঙ্গা জবাব দেবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ,এফ,এম মাকসুদুর রহমান, বি.এম.এ সালাম, শরীফ আশরাফ আলী, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহম্মেদ খান জবা, এ্যাড. নবকুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম, কাজী শামীম আহসান, ডাঃ মোঃ শহীদ উল্লাহ, হালিমা ইসলাম, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ফ.ম. অহিদুল ইসলাম, সরদার আবুল কাশেম ডাবলু, মোঃ আলমগীর হোসেন, শেখ মোঃ আবু হানিফ, হোসনেয়ারা চম্পা, মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ পীর আলী, অধ্যাপক ডাঃ শ্যামল দাস, মোঃ ইমদাদুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন, হাজী খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. জেসমিন সুলতানা জলি, দেব দুলাল বাড়ই বাপ্পি, জামিল খান, রকিবুল ইসলাম লাবু, মৃনাল বিশ্বাস, মোঃ হারুনুর রশিদ, মোঃ খায়রুল আলম, মোজাফ্ফার মোল্লা, বিধান চন্দ্র রায়, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, অমিয় অধিকারী, বিবেকানন্দ রায়, শামছুর রহমান মোল্লা, জিয়াউল ইসলাম, রেজাউল করিম রেজা, রাসেল ভুলু, রেহেনা আফরোজ শোভা, শারমিনা পারভীন রুমা, জাহানার পারভীন, ঝর্ণা বেগম, আবু আহাদ হাফিজ বাবু, মোঃ খায়রুল বাশার, মোঃ মামুন প্রমুখ।