লতিফ মোড়ল, ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ২০১৯ সালের নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণী সভায় সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিমাংসু বিশ্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্যদেন বান্দা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আশরাফ হোসেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কাজী আব্দুল হাই প্রমূখ।
পরিচয় পত্র বিতরণী সভায় জানানো হয় ০৭ ডিসেম্বর হতে ১০ জানুয়ারী পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়নে পূর্ব নির্ধাতির তারিখ ও স্থান হতে পর্যায় ক্রমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।