ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চুকনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড. প্রতাপ রায়। আরো বক্তব্য দেন আ’লীগ নেতা মোসলেম উদ্দীন মোড়ল, অজিত কুমার সরদার, শেখ আব্দুস সামাদ, মাস্টার জহুরুল ইসলাম, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না, ইউপি সদস্য শেখ সিরাজ উদ্দীন, ইউপি সদস্য অসীম বিশ্বাস, ইউপি সদস্য মনিরুজ্জামান রাজু, সংরক্ষিত ইউপি সদস্য কুলছুম বেগম পারুল, শিখা রানী বসাক, রেশমা বেগম, মহিলা আ’লীগ নেতা রেবেকা বেগম, কামরুল ইসলাম, আবু সাঈদ দফাদার, সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন মোড়ল, মোফাজ্জেল হোসেন, খায়রুল ইসলাম, বিকাশ চন্দ্র মন্ডল, আল শাহরিয়ার মামুন, পঙ্কোজ মল্লিক ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ ইস্তি প্রমুখ।