নিজস্ব প্রতিবেদকঃখুলনা থেকে ঢাকাগামী চলন্ত ট্রেনে (চিত্রা-৭৬৩) পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মো. সোহান হোসেন (১১) নামে এক শিশুকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগরীর খানজাহান আলী থানা গিলাতলা এলাকায় এ ঘটনায় ঘটে। আটক সোহান হোসেন ওই এলাকার মাসুম শেখের ছেলে।
খুলনা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক অসিম কুমার দাস জানান, সকালে গিলাতলা নামক স্থানে ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে তা’ ট্রেনের ইঞ্জিনে লাগে। ট্রেনের গার্ড দ্রুত ওই স্থানে নেমে তাকে আটক করে যশোর রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনায় আনা হয়। পরে বিকালে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা দায়েরের পর তাকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।