লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিবদের দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল হতে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনেব স্হানীয় সরকার বিভাগের জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্হা সুশীলনের ব্যবস্হাপনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম।
সভায় বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সুশীলনের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম,এনআইএলজি প্রকল্পের রিসার্স অফিসার মোঃ ইমরানুর রহমান,সুশীলন কর্মকর্তা জাহানারা খাতুন, প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম,ফিল্ড অফিসার শেখ মাহাফুজ,ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল,ইউপি চেয়ারম্যান প্রতাপ রায়, হিমাংশু বিশ্বাস,ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জি ও কামরুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় অংশ গ্রহনকারীদের মধ্যে হতে ইউনিয়ন ভিত্তিক ৫টি ভালো শিখন ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।