রূপসা প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা সম্মাননা অনুষ্ঠান রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন। রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লার পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও এনজিও কর্মী উপস্থিত ছিলেন।