ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃ খুলনার ডুমুরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস’২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০ডিসেম্বর) সকালে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্হা দলিত এর উদ্যেগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস।সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ডা. সঞ্জিব দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কাজি আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল।
সভায় আরো বক্তব্যদেন দলিত সংস্হার কর্মকর্তা ইসমত আরা,দলিত’র স্পন্সর কর্মকর্তা বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস,সীমা দাস ও চিন্তা দাস। আলোচনা সভা শেষে দলিত সংস্হার বিভিন্ন কর্মকান্ডে নিঃস্বার্থ ভাবে সহযোগিতার জন্যে নিবেদিত ব্যক্তিত্ব মিকশিমিল গ্রামের মরহুম আব্দুল হালিম মোল্যাকে মরনোত্তর সম্মাননা তার স্ত্রী জাহানারা বেগমের হাতে তুলে দেয়া হয়।