নিজস্ব প্রতিবেদকঃ প্রেসক্লাবের উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীরবিক্রম মহিবুল্লার ৪৯ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে বীরদ্বয়ের মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেল ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু বকর মোল্লা। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, নৈহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাবুর রহমান, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান, প্রেসক্লাবের সহ-সম্পাদক হোসাইন আহম্মেদ, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য এমডি অলিদ শেখ,সদস্য তরিকুল ইসলাম, এম এ আজিম, খান আ.জব্বার শিবলী, আখতার খান, চিত্ত রঞ্জন সেন, তুরান মল্লিক, হাসানুজ্জামান মনি, মো.তরিকুল ইসলাম প্রমুখ।