নিজস্ব প্রতিবেদকঃ“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডিজিটাল বাংলাদেশের কথা শুনে এক সময় মানুষ না বুঝে হাসি ঠাট্টা করছে। কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেল হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশে সকল সেক্টরে আধুনিক প্রযুুক্তির ছোঁয়া লেগেছে। এখন মানুষ চাইলেও অনেক কাজ আগের পুরাতন পদ্ধতিতে করতে পারবে না।
খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।