নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফুলতলা থানা এলাকা থেকে ১১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১২ ডিসেম্বর রাত ১১টায় খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ)/ রাজিউল আমিন, এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে এক অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন আলকা গ্রামস্থ ভাই-ভাই অটো ডোর এন্ড ফার্নিচার নামক দোকানের সামনে থেকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর গ্রামের আসামি মৃত নুরুল হকের পুত্র মোঃ নুরুল আজিম ওরফে বাবুল (৩৬) কে আটক পূর্বক তার হেফাজত থেকে ১১২০ (এক হাজার একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের মৃত গোলাম আলী শেখের পুত্র মোঃ আবুল কাশেম (৩২)কে আটক করে তার হেফাজত থেকে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১১২০+৩০=১১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য ধৃত আসামিদ্বয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম, কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া কেএমপি, খুলনার বিভিন্ন স্থানসহ ফুলতলা থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছিল।