রূপসা প্রতিনিধিঃ অধ্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা গত ১৫ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে শিয়ালী চাদপুর মিলন একাদশ স্বাগতিক দল অধ্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি পরিষদ কে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলাটির মাত্র ৩ মিনিট বাকী থাকতে বিজয়ী দলের রাজিব একমাত্র বিজয় সূচক গোলটি করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করে বিজয়ী দলের মেহেদী।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুনসুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবীর প্যারিস, শিল্পপতি আ: কুদ্দুস বড়মিয়া, বিএনপি নেতা আ: মালেক শেখ, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, খান আ: জব্বার শিবলী, বাসির আহম্মেদ লালু, মহাসিন পাইক, জুলফিকার আলী, রউফুল হক মুকুল, শামীম হাসান, খায়রুজ্জামান সজল, ফরিদ আহম্মেদ, আলম শেখ, নাহিদুজ্জামান প্রমুখ।
খেলা পরিচালনা করেন নাজমুল হাসান, আজিজুর রহমান বাবলু, আলী আকবর।