এস আর ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃকরোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে স্বল্প পরিসরে খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম প্রহরে দিঘলিয়া উপজেলা পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা ও মহিল ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না। এরপর দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগ এর উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয় এবং র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগ সভাপতির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, মোল্লা ফিরোজ হোসেন, মকবুল হোসেন, শেখ মুঞ্জুর হোসেন, সেলিম মল্লিক, কে এম আসাদ, হাবিবুর রহমান তারেক, খান আনিসুর রহমান, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।