লতিফ মোড়ল,ডুমুরিয়াঃমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপি উদ্যেগে যথাযথ মর্যদায় শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার সকাল ৮টায় বিজয় র্যালী সহকারে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধে আত্মদান কারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন-উপজেলা বিএনপির আহ্বাহয়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।বক্তব্য দেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, গাজী আব্দুল হালিম, শেখ দিদারুল হোসেন দিদার,শেখ শাহিনুর রহমান,মোল্যা কবির হোসেন, অরুন কুমার গোলদার, শেখ ফরাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, বিএম জহুরুল হক,আহম্মদ আলী ফকির,শহিদুল ইসলাম মোড়ল,সরদার মোজাপফ্ফর,শেখ আব্দুর সালাম, হেমায়েত রশিদ খান, শাহানুল ইসলাম শাহিন, মোল্যা মশিউর রহমান, শেখ আব্দুল মান্নান, মাষ্টার আয়ুব আহম্মেদ, আব্দুর রব আকুঞ্জী,খান শফিকুল ইসলাম,মোনায়েম গাজী, শেখ আব্দুল গফফার, আজমল হুদা মিঠু,সরদার আব্দুর সালাম, শাহেদুজ্জামান বাবু, ডা: আলম, মনিউরজ্জামান,খোকন তালুকদার, জিএম রফিকুল ইসলাম,খান আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,পারভেজ গাজী, জাহাতাপ গাজী, সাইফুল ইসলাম টুটুল, রফি মোড়ল,মালেক শেখ, আনিস, রিপন হালদার, মালেক শেখ,মো: কিসুল জোদ্দার,ছাত্রনেতা মোল্যা আবরার হোসেন সৈকত,শাহেদ গাজী, হাফিজ বাগাতী, আলী আজগার, আমিনুল ইসলাম, ইয়াছিন, রবি, রহমত, শরিফুল, ইকরামুল,বাধন বাগাতী সহ প্রমুখ।