পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় প্রতিপক্ষকে ফাঁসাতে বেনামে চাঁদার চিঠি দিয়ে ঘায়েল করার চেষ্টার অভিযোগ পাওয়াগেছে। বিষয়টিকে নিয়ে পাইকগাছা থানায় জিডি করেছেন ভূক্তভুগি নিরিহ আব্দুস সেলিম।
জিডি সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের সদর উদ্দিন সরদারের পুত্র আব্দুস সেলিম পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কোর্ট এলাকায় প্রায় ২৬ বছর যাবত বসবাস করছেন এবং সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখি মৌজার জলিলের মৎস ঘেরে ম্যানেজার হিসেবে দেখাশুনা করতেন। ২০১৭ সালে জলিলের ঘের ছেড়ে চাকরিতে ইস্থফা দেন আব্দুস সেলিম। ইতিমধ্যে জলিল সাহেবের মৎস ঘেরের ডিড মেয়াদ শেষ হলে সেলিম সহ পাইকগাছার কয়েকজন উক্ত ঘেরে নিজ নিজ নামে ডিড করতে থাকলে সেলিমের শত্রুপক্ষীয় লোকজন সেলিমের নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট পোষ্ট অফিসের মাধ্যমে চাঁদা চেয়ে চিঠি পাঠায় বলে জিডিতে তিনি উল্লেখ করেন।
চিঠি পেয়ে সাতক্ষীরার আলীপুর এলাকার রেজা ০১৬৪১-৫৩০৩০৯ নং এবং সাতক্ষিরার বাকাল গ্রামের মিন্টু হোসেন ০১৯৬৩-৩৪৬২৬৬ নাম্বার থেকে ফোন দিয়ে চাঁদার টাকার বিষয়ে বল্লে তখনি সেলিম উপরুক্ত বিষয়টি জানতে পারে।
চাঁদার বিষয়ে রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত কয়েকদিন আগে আমার কাছে কোটি টাকা চাঁদা চেয়ে আব্দুস সেলিম নামে ০১৭৬১-৭৩৩২৫৭ নং লেখা চিঠি এসেছে আমি উক্ত নাম্বারে যোগাযোগ করে আমার সাথে দেখা করে বিষটি মিটিয়ে নেয়ার বিষয়ে বল্লে তিনি আমার সাথে দেখা করেননি এবং চাঁদার বিষয়ে আলোচনাও করেননি। এক প্রশ্নের উত্তরে রেজা বলেন তিনি চাঁদা চাওয়ার বিষয়ে থানায় জিডিও করেননি।
নিরীহ সেলিম বলেন চিঠি দিয়ে চাঁদা চাওয়ার বিষয়ে আমি কিছু জানিনা। আমার শত্রুপক্ষীয় লোকজন আমাকে ফাঁসাতে এমটা করছে বলে আমি ধারনা করছি। উপান্তর না পেয়ে উপরোক্ত ঘটনা উল্লেখ করে পাইকগাছা থানায় সাধারণ ডাইরি করেছে যার নাং ৮৪৪/ ১৬/১২/২০২০ ইং।