রূপসা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সালাম মূর্শেদী ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং শ্রীফলতলা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়বেটিকস টেস্ট গত ১৬ ডিসেম্বর সকালে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
এ সময় বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার। বক্তৃতা করেন ইউপি সদস্য শিরিনা আক্তার, রাবেয়া সুলতানা, সালাম মূর্শেদী বøাড ব্যাংকের সভাপতি শামসুল আলম বাবু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, আদিবা আহম্মেদ, শাকিল, মাহি, মুন্নি, রিয়াজ, জুয়েল, সাব্বির, সুমন প্রমুখ।
উক্ত ক্যাম্পে ২ শতাধিক নর-নারীকে সেবা প্রদান করা হয়।