লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ‘মুজিব বর্ষের আহবান,দক্ষ হয়ে বিদেশ যান, এই শ্লোগান নিয়ে খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০২০।
উপজেলা প্রশাসনের উদ্যেগে এবং বেসরকারি উন্নয়ন সংস্হা ব্রাক’র মাইগ্রেশন কর্মসূচির সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অভিবাসন কর্মসূচী ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা নান্টু।
সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ বিদেশ যায়। অথচ দেখা যায় যে, অভিবাসিদের মধ্যে একটি বড় অংশের মানুষ দালাল চক্রের হাতে পড়ে প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়ে আবার দেশে ফিরে আসে। তাই বিদেশ গামীদের স্ব স্ব বিষয়ে প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে তবেই সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বৈধ ভাবে যেন বিদেশ যায় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে’।
সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন ব্রাক,ডুমুরিয়া শাখা ব্যাবস্হাপক শিব দাস,উপজেলা মাইগ্রেশন ফোরামের সভাপতি ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম খান, উপজেলা অভিবাসন কর্মসূচীর সদস্য ও ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। আরো উপস্হিত ছিলেন ব্রাক সামাজিক ক্ষতায়ন কর্মসূচীর ডুমুরিয়া শাখা ব্যবস্হাপক মিঠু রানী বিশ্বাস, অভিবাসন কর্মসূচী ডুমুরিয়ার মাঠ সংগঠক সুজন দাস, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সি,এ আবুজার হোসাইন, সদস্য মোঃ বোরহান উদ্দীন সোহাগ প্রমূখ।